Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৯:২৯ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৯:২৯ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চেঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী আলিম মাদ্রাসা মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চেঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে কলম ইউনিয়নের ৫১ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে (পিএসসি-এইচএসসি) ক্রেস্ট, মেডেল, শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি, পুন্ডরী ও নজরপুর গ্রামের (১ম-১০ম) ১ম-৩য় স্থান অধিকারী ২৫০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, ৩৬ জন কোরআন শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ এবং ৬৫০জন অনগ্রসর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে চেঞ্জ ফাউন্ডেশনের সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খাঁন।

এসময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, বিলচলন ডিগ্রি কলেজের শিক্ষক নাসরিন সুলতানা ও ফাউন্ডেশনের উপদেষ্টা আশরাফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াদুদ মোল্লা, পুন্ডরী আলিম মাদ্রাসার সুপার হযরত আলী, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

Bootstrap Image Preview