Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ইবি প্রতিনিধি 
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৮:৪৯ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৮:৪৯ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ৫টি বিভাগের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর দাবিতে ক্লাস বর্জন করেছে।

আজ রবিবার সকাল ১১টায় ক্লাস বর্জন করে পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে অবস্থান নেয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর দাবিতে ক্লাস বর্জন কর্মসূচিতে অংশ নেয়। 

শিক্ষার্থীরা জানায়, পাঁচটি বিভাগ নিয়ে গত বছরের ১২নভেম্বর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যাত্রা শুরু করে। তবে  খোলার পর থেকেই উক্ত বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতি বরাবর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের জন্য স্মারকলিপি প্রদান করেন এসময় তবে বিষয়টি এখনো আলোর মুখ না দেখায় শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দেয়।

আরিফ নামের শিক্ষার্থী জানায়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির যাত্রা শুরু করেছে এবং তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় এটি এখনো আলোর মুখ দেখছে না। আমরা এ বিষয় হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় শিক্ষার্থীরা বলেন আগামী ২৯ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয় সকলকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা না হলে কঠোর আন্দোলন করা হবে।

এ বিষয়ে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনলজি অনুষদের ডিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা, শিক্ষার্থীরা আমাকে কিছু জানায়নি।

এ বিষয়ে ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আশকারী বলেন, যে সিন্ডিকেটে ইঞ্জিনিয়ারিং অনুষদ খোলা হয়েছে সেই সময় থেকে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাবে।
 

Bootstrap Image Preview