Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনগণের স্বপ্ন পূরণের জন্যে আমরা ক্ষমতায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৮:৩৬ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৮:৩৬ PM

bdmorning Image Preview


কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এম.পি বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশের পক্ষে গণরায় দিয়েছে জনগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জনগণকে স্বপ্ন দেখিয়েছেন উন্নত বাংলাদেশের। সেই স্বপ্ন পূরণের জন্য ক্ষমতায় বসিয়েছে জনগণ।

তিনি বলেন, দশ বছর ধরে তার নেতৃত্বে অর্থনীতি ও সামাজিকচিত্র বদলে দিয়েছেন। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যম স্বদেশপ্রেম, বিচক্ষণতা, প্রশাসনিক দক্ষতা, গণমুখীনতাকে নিজের মধ্যে আত্মস্থ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়। আমরা সবাই মিলে উন্নয়নের এই অভিযাত্রাকে আরও বেগবান ও টেকসই করতে একসাথে কাজ করে যাবো।

আজ রবিবার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ আয়োজিত জেলা সদরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলার সকল সংসদ সদস্যবৃন্দের সৌজন্যে আয়োজিত গণসংবর্ধনা  অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরআগে সকালে জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে কর্মকর্তাদের সাথে কৃষিমন্ত্রীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

কৃষির সাফল্য আজ বিশ্ব স্বীকৃত। উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আসন্ন দশকগুলোতে খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবব্ধ। একটি সফল বাণিজ্যিক কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষি খাতে দৃষ্টান্তমূলক সাফল্য আসবে। বাণিজ্যিকীকরণ, আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষির বহুমুখিকরণের মাধ্যমেই কৃষির উন্নয়ন করা হবে। স্থানীয় এবং আর্ন্তজাতিক পরিমণ্ডলে বাজারজাত নিশ্চিত করতে পারলে কৃষির টেকসই সফলতা আসবে বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী।  

কৃষিমন্ত্রী আরও বলেন, দেশে এখন শান্তি বিরাজ করছে। দেশের জনগণও শান্তিতে থাকতে চায়। যদি কোন অপশক্তি রাজনীতির নামে জনগণের শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে চায়, তবে তাদের পরিণতি হবে ভয়াবহ। নির্বাচনে না এসে জনগণের জান-মালের ক্ষতি করবে তা মেনে নেয়া হবে না। আমরা ঐক্যবধ্যভাবে ২০৪১ সালের আগেই উন্নত দেশের কাতারে নিজেদেরকে নিয়ে যাবো। এ সময় বাংলাদেশ হবে শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী ও উন্নত জনপদের দেশ।  
 
উল্লেখ্য আমাদের বর্তমান মাথাপিছু আয় ১৭৫২ ডলার। ২০৩০ সালে আমাদের লক্ষ্য ৫ হাজার ৫ শত ডলার। ২০৪১ এর উচ্চ আয়ের দেশে পরিণত হতে ১৬ হাজার ডলারে। অর্থনীতির উন্নয়নে একটি বড় অংশ জুড়ে থাকবে কৃষি। এক সময়ের হতদরিদ্রের বাংলাদেশ আজ নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। অনেক ক্ষেত্রেই আজ বাংলাদেশ তৃতীয় বিশ্বের রোল মডেল। আমাদের বিজ্ঞানী ও সম্প্রসারণবিদদের উদ্বাবনী শক্তি এবং কৃষকদের শ্রম আমাদের কৃষির পাশাপাশি দেশকে আরো সমৃদ্ধশালী করবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলার সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর সভার মেয়র ও উপজেলা চেয়াম্যান।

Bootstrap Image Preview