Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীদের সৎভাবে গড়ে উঠতে হবেঃ কামরুল আহসান

রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৭:৫১ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৭:৫১ PM

bdmorning Image Preview


নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সৎভাবে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন  ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ কামরুল আহসান।

রবিবার (২৭ জানুয়ারি) নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লেকচারার কামরুল হুদার পরিচালনায় বিদ্যালয়টির 'সততা স্টোর' উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী গাজী আব্দুস সালাম ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা মোঃ এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার রুকন উদ্দিন আহম্মেদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ হাসনাত মাহমুদ তালহা, সাবেক সভাপতি আমিনুল ইসলাম শাহান, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল রহিম ভূঁইয়া প্রমুখ।

Bootstrap Image Preview