Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্মসমর্পণ না করলে শুয়ে যাবেন, মাদক ব্যাবসায়ীদের বললেন এসপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০৩:০৬ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০৩:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জিরো টলারেন্স রীতি মাথায় রেখে সারা দেশে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পন করার আহ্বান জানিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার এম এস তানভীর আরাফাত বলেছেন, ‘যারা মাদকের সাথে জড়িত তারা দ্রুত আত্মসমর্পন করুন। আপনারা হয়তো দেখেছেন আজ কুষ্টিয়ায় এক মাদক ব্যবসায়ী শুয়ে গেছেন। এরকম যারা মাদকের ব্যবসার সাথে জড়িত তারাও আশা করি শুয়ে যাবেন।’

তিনি আরো বলেন, ‘কে মাদক ব্যবসা করে আমাদের বলেন, আমাদের তথ্য দেন। মাদক যদি নিমূল করতে না পারি তাহলে এই জেলা হতে হাতে চুরি পরে চলে যাবো।’

শনিবার দুপুরে দৌলতপুর থানার আয়োজনে উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী জনসমাবেশ এ কথা বলেন তিনি।

মাদকের সাথে নো কম্প্রোমাইজড উল্লেখ করে তিনি বলেন, ‘আমার পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি মাদককে প্রশ্রয় দেয়, তাহলে সেই পুলিশকে এই জেলায় তথা পুলিশেই চাকরি করতে দেবো না।’

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ মাদক থাকতে পারবে না। আপনারা সবাই মিলে চেষ্টা করেন কিভাবে মাদক নিমূল করা যায়। যদি কেউ মাদক ব্যবসা ছেড়ে ফিরে আসতে চাই আমি তাদের স্বাগত জানাবো। কিন্তু আত্মসমর্পন করার পরেও যারা মাদক ব্যবসা করেন তাহলে কঠোর আইন প্রয়োগ করা হবে। আপনারা যারা মাদকের ব্যবসা করছেন তারা ফিরে আত্মসমর্পন করুন। তা না হলে মাদকের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবো।’

সমাবেশে উপস্থিত ছিলেন- স্থানীয় আসনের জাতীয় সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রমুখ।

শনিবার ভোরে কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাবিবুর রহমান হুব্বা (৫০) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদকবিক্রেতা।

Bootstrap Image Preview