Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ০১:০৬ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ০১:১১ PM

bdmorning Image Preview


রাজধানীতে মাদকদ্রব্যসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত।

ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৪৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪৪ গ্রাম ৯০৮ পুরিয়া হেরোইন, ২ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ১৩৯১ বোতল ফেন্সিডিল, ১৬৭ ক্যান বিয়ার, ২৯ বোতল বিদেশী মদ ও ১০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

২৬ জানুয়ারি, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা রুজু হয়েছে।

এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি)মাসুদুর রহমান জানান, প্রধানমন্ত্রীর মাদক মুক্ত দেশ গড়ার লক্ষে ডিএমপি নিয়মিত কাজের কাজ করে আসছে। আর তার অংশ হিসাবে ২৬  ও ২৭ জানুয়ারি তারিখে অভিযান প্ররিচালণা করা হলে ৬৬ জনকে আটক করা সম্ভব হয়।

Bootstrap Image Preview