Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আশরাফের আসনে বোন লিপিকেই বেছে নিল আ' লীগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১০:৩১ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১০:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয় বলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।

৩০ জানুয়ারি একাদশ সংসদ নির্বাচনের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ফুসফুসের ক্যান্সারে সৈয়দ আশরাফ ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান। তার মহাপ্রয়াণে কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনটি শূন্য হয়। এর ফলে এ আসনেও নতুন করে ভোট করার প্রয়োজন হয়ে পড়ে।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের আসনে নৌকার প্রার্থী হতে বোন লিপি ছাড়াও তাদের ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ সাফায়েত উল ইসলামসহ কয়েকজন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এদের মধ্যে পেশায় চিকিৎসক জাকিয়া নূর লিপিকেই বেছে নিল আওয়ামী লীগ। বাংলাদেশের প্রথম সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ টানা পাঁচবার ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচনে পোশাক ব্যবসায়ী আতিকুল ইসলামকেই প্রার্থী করছে ক্ষমতাসীন দলটি। শনিবারের এই বৈঠকে আরও তিনটি পৌরসভা এবং ৩০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

প্রসঙ্গত, সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আগামী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ-১ আসনে উপ-র্নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনে কমিশনের ঘোষণার পর আওয়ামী লীগ গত ২৩ থেকে ২৫ জানুয়ারি কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম বিতরণ করে।

দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম নেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি ও আশরাফের ছোট ভাই সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ সাফায়েতুল ইসলাম, রাষ্ট্রপতি আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, শরীফ আহমদ সদী, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক ও এম এ হান্নান।

Bootstrap Image Preview