Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবিতে ‘লালন সঙ্গীত ও দর্শন শীর্ষক’আন্তর্জাতিক সেমিনার

ইবি প্রতিনিধি, আহসান নাঈম
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৮:৩৫ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৮:৩৫ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মিউজিক অ্যান্ড পারফরমিং আর্ট অ্যাজ দ্যা এক্সপজিশন অব লালন’স ফিলোসফি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সভাকক্ষে ইংরেজি বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব হিউমেনিটিস স্টাডিজের রিসার্চ ফেলো রেইনা রোডিনা ভ্যান ডার মির।

ইংরেজি বিভাগের প্রফেসর ড. মিয়া রাসিদুজ্জামানের উপস্থাপনায় এবং বিভাগের প্রফেসর ড. সালমা সুলতানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন উর রাশিদ আসকারী।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. হারুন উর রাশিদ আসকারী বলেন, মানবতাবাদের যে প্রচার এবং প্রসার এটির চর্চা বাউল সম্রাট লালনের গানের মধ্যদিয়েই সাধিত হচ্ছে। এক সময় বাউল সংগীতের উপর প্রাচ্য থেকে পাশ্চাত্যে পড়তে যেতে হতো কিন্তু প্রাচ্যে লালনের মতো একজন বিখ্যাত বাউল থাকার কারণে এখন পাশ্চাত্যের অনেক বড় বড় পন্ডিতেরা তাঁর উপর রিসার্চ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। লালন শাহ্ মানবতাবাদের গান গেয়েছেন, মানবতাবোধকে বড় করে দেখেছেন। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও বিভাগের প্রফেসর ড. মামুনুর রহমান।   

এছাড়াও সেখানে আরো উপস্থিত ছিলেন, বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসাইন আজাদ, সহযোগী অধ্যাপক আজগর হোসেন, খোন্দকা আব্দুল্লা হিল আল মাবুদ জুয়েল, আফরোজা বানু সাথী, সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, মো. ইয়াকুব আলী, সোনিয়া শারমিন, ফেরদৌসি আক্তার।

Bootstrap Image Preview