Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজেদের আগমনের বার্তা দিলো ‘গুলশান কমার্স কলেজ ডিবেটিং ক্লাব’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৭:০০ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৭:০০ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


১৪ ডিসেম্বর ২০১৮। খুবই নিকটবর্তী একটা দিন। এই দিনে কোন বিতর্ক ক্লাব গঠন হওয়ার পর মাত্র ১ মাসেই একটা জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে রীতিমতো বিতর্ক জগতে আলোচনায় চলে এসছে গুলশান কমার্স কলেজ ডিবেটিং ক্লাব।

ক্লাবটির পিছন থেকে সাহস জুগিয়েছেন শ্রদ্ধেয় ফজলুল কবির স্যার। অধ্যক্ষ এম. এ কালাম স্যারের সার্বিক তত্ত্বাবধায়নে তানিয়া ম্যাম সহযোগী ভূমিকা পালন করে যাচ্ছেন। তাদের সুদূরপ্রসারী চিন্তাভাবনায় মাত্র একমাসেই ক্লাবের কমিটি গঠন ও এরকম একটি আয়োজন করার পর ক্রমশই উদ্যামী হয়ে উঠছে সংগঠটি।

ডিবেট ফেস্টে দেখে বিন্দুমাত্র মনে করার ও সুযোগ ছিলনা না যে এটা কোন নতুন ক্লাবের অনুষ্ঠান। রাস্তা পারাপারে তাদের নিজস্ব রোভার বাহিনী ও স্বেচ্ছাসেবকে ডিবেটিং ক্লাবের সদস্যরা ছিল খুবই আন্তরিক। ক্লাবের সভাপতি সাকিব সাফিন ও সাধারণ সম্পাদক গোলাম রসুল আহাদ কাজী এবং সহ- সভাপতি নওরীন জামানের আতিথেয়তা ছিল চোখে পড়ে পড়ার মতন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ডিবেটিং সোসাইটির সভাপতি আবু সালেহ মুসা, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ও স্পন্দন মাদরাসা ডিবেটিং সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাবিল, বাংলাদেশ ডিবেট ওয়ারিওর্স এর সাধারণ সম্পাদক আল সানী, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি রায়হান খান, সাউথইস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি আশরাফুল আলম মুন্না ও সহ-সভাপতি মেজবা মিজু ছাড়াও আফিফা রহমান, জান্নাতুল ফেরদাউস প্রিয়ন্তি সহ আরো অনেকে।

উল্লেখ্য, ২৫ জানুয়ারি ট্যাব রাউন্ড বিতর্ক শেষ করে ২৭ জানুয়ারি কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview