Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনা সেতুতে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৪:৫০ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৪:৫০ PM

bdmorning Image Preview


দ্বিতীয় তিস্তা গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু দিয়ে লোকাল বাস চালুসহ তিন দফা দাবিতে লালমনিরহাটের কাকিনায় মানববন্ধন করেছে শিক্ষার্থী ও যাত্রী কল্যান সমিতি।

আজ শনিবার সাড়ে ১১টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-মহিপুর সড়কের জিরোপয়েন্ট ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কালীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করেন।

উত্তরবাংলা কলেজের শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কোটি টাকা ব্যায়ে লালমনিরহাট-রংপুরের দুরুত্ব কমাতে তিস্তা নদীর উপর ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’ নির্মাণ করে। সেতুটি টোল ফ্রি এ সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ভোগান্তি লাঘবে বেড়িকেট ভেঙ্গে দিয়ে লোকাল বাস সার্ভিস চালুসহ তিন দফা দাবিতে মানববন্ধন করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করেন। বাকী দাবি দুটি হচ্ছে, সিরিয়ালের নামে যাত্রী হয়রানি বন্ধ ও অতিরিক্ত ভাড়া আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। 

যাত্রী কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ লাভলু'র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সদস্য সচিব আজিজুল ইসলাম জয়, সদস্য মজনু আলী শেখ, একরামুল হক, মফিজার রহমান মিঠু, সোহানুর রহমান ও উত্তম কুমার রায় প্রমুখ। 
 

Bootstrap Image Preview