Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আখের রসকে জাতীয় পানীয় ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৪:০০ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৪:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাতীয় পানীয় হিসেবে আখের রসের নাম ঘোষণা করলো পাকিস্থান। স্থানীয় সময় শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। 

এর আগে পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি জরিপ চালায়। সেখানে কমলালেবু ও গাজরের রসের পাশাপাশি আখের রসের নাম উল্লেখ করা হয় বলে বার্তা সংস্থা আইএনএসের খবরে বলা হয়।

ওই জরিপে অংশে নেয় ৭ হাজার ৬১৬ জন। আখের রসকে জাতীয় পানীয় হিসেবে চান চার শতাংশ।  তাদের মধ্যে জাতীয় পানীয় হিসেবে আখের রসকে ঘোষণার জন্য ভোট দেয় ৮১ শতাংশ মানুষ। ১৫ শতাংশ ভোট দেয় কমলার রসের পক্ষে।

আখের রসের মতোই পাকিস্তানের জাতীয় পশুও অদ্ভুত। দেশটির জাতীয় পশু ছাগল, জাতীয় পাখি চিকুর, জাতীয় ফল আম আর জাতীয় ফুল জেসমিন। 

Bootstrap Image Preview