Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংগঠন বিরোধী কার্যকলাপ : পল্টন থানা ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০২:৩২ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview


পল্টন থানা শাখা ছাত্রলীগ সভাপতি শেখ নাজমুল হাসান মিরনকে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে অপসারণ করা হয়েছে। এতে বর্তমান কমিটির সহসভাপতি রনি হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

শুক্রবার(২৬ জানুয়ারি) কেন্দ্রেীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্টন থানা শাখা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হাসান মিরনের বিরুদ্ধে সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী নৈতিক স্খলনজনিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বর্তমান পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। মিরনের পরিবর্তে বর্তমান কমিটির সহসহসভাপতি রনি হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রসঙ্গত, চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ ও পুলিশের ওপর হামলা এবং কাজে বাধা দেয়ার অভিযোগে পৃথক দুটি মামলায় গ্রেফতার হয়েছেন নাজমুল হোসাইন মিরন। এ দুটি মামলায় তিনিসহ আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পল্টন থানার ওসি মাহমুদুল হক।

গত মঙ্গলবার বিকালে তাদের আটক করা হয় বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের পল্টন থানায় রাখা হয়েছে।

শেখ নাজমুল হোসাইন মিরনের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, একটি ভবনে ঢুকে মালিকের কাছে টাকা দাবি করেছেন তিনি।

 

ওসি মাহমুদুল হক জানান, মঙ্গলবার পল্টনের আজাদ প্রোডাক্টস ভবনের ১৮ তলায় ওই ভবনের কর্তৃপক্ষের সঙ্গে মিরন ও তার সঙ্গে আসা লোকজনের মারামারি করতে দেখেন।

পুলিশ মারামারি থামাতে গেলে মিরনসহ তার দল পুলিশের কাজে বাধা দেয়। এ সময় মিরনসহ মোট ১৭ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ভবনটির ১৮তলায় দৈনিক ভোরের চেতনা ও বিশ্বাস বিল্ডার্স নামে দুটি অফিস রয়েছে বলে জানা গেছে।

Bootstrap Image Preview