Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ৪ নারী ছিনতাইকারী আটক

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১২:৪৭ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১২:৪৭ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ শহরে এক মহিলার গলা থেকে চেইন ছিনতাইকালে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ নারী সদস্য আটক হয়েছে। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার (২৫ জানুয়ারি) বেলা ৩টায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হল, সদর উপজলোর কাটাখালি গ্রামের ছুরক মিয়ার স্ত্রী তাছলিা আক্তার (৩০), মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের আবুল হোসেনের স্ত্রী আছিয়া খাতুন (২০), একই গ্রামের নাছির মিয়ার স্ত্রী জুলেখা খাতুন (২২) ও নোয়াগাও গ্রামের শুকুর আলীর স্ত্রী রুকসানা আক্তার (২১)।

পুলিশ জানায়, উল্লেখিত সময়ে জনৈক মহিলা টমটম যোগে শহরের চৌধুরী বাজার যাচ্ছিলেন। কালীবাড়ি এলাকায় পৌছামাত্র যাত্রীবেশী ৪ সদস্যের একদল মহিলা ছিনতাইকারী ওই টমটমে উঠে। এ সময় ছিনতাইকারীরা ওই মহিলার গলা থেকে  একটি স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা করলে হাতে-নাতে ধৃত হয়। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরোধে ছিনতাইয়ের করার অভিযোগে মামলা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview