Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাতকে গ্রামীণ ফোন নেটওয়ার্ক বিড়ম্বনার প্রতিবাদে মানববন্ধন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১২:২৮ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১২:২৮ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের ছাতকে গ্রামীণ ফোন নেটওয়ার্ক বিড়ম্বনার প্রতিবাদে উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় সুনামগঞ্জ প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় উপজেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল, উপজেলা মানবাধিকার কাউন্সিলের সহ-সভাপতি ফারুক আহমদ সরকুম, ইউপি সদস্য মুহিবুর রহমান, উপজেলা সহকারি শিক্ষক সমাজের সভাপতি রুহুল ইসলাম পলাশ, সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির সভাপতি সায়েদ মিয়াসহ প্রমুখ।

বক্তারা বলেন, গ্রামীণফোন নেটওয়ার্ক বিভ্রাটে অতিষ্ট হয়ে উঠেছেন এখানের গ্রাহকরা। উপজেলা প্রত্যন্ত অঞ্চলসহ শহর এলাকায়ও দেখা দিয়েছে নেটওয়ার্ক সমস্যা। অথচ গ্রামীণ ফোন লাখ লাখ টাকা গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। গ্রামীণ ফোনের সার্ভিস সেন্টারে নিয়োজিত কর্মীরা এর সঠিক সমাধান দিতে পারছে না বলে তারা অভিযোগ করেন। ডিজিটাল যুগে এমন নেটওয়ার্ক বিভ্রাট গ্রাহকরা কিছুতেই মেনে নিতে পারছেন না।

এসময় বক্তারা মোবাইলে মিনিট ও এমবি ব্যবহারে নির্দিষ্ট সময়সীমা বাতিল করার জোর দাবি জানিয়ে বলেন, ২১শে ফেব্রুয়ারির  মধ্যে নেটওয়ার্ক সমস্যার সমাধান না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে। 

Bootstrap Image Preview