Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিদুয়ান হাফিজ, (চকরিয়া) কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১১:৩৩ AM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১১:৩৩ AM

bdmorning Image Preview


কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র চকোরী সাংস্কৃতিক একাডেমী কর্তৃক আয়োজিত “চকোরী মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-১৮ এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫জানুয়ারি) বিকেলে চকরিয়া ঐতিহাসিক বিজয় মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান হিসেবে ছিলেন   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের প্রফেসর ড. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত ২৬০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ, শিক্ষা উপকরণ ও প্রাইজ- পুরস্কার দেওয়া হয়।

চকোরী সাংস্কৃতিক একাডেমী'র পরিচালক এসএম এরফানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও চকরিয়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল রশিদ দুলাল, চকরিয়া কোরক বিদ্যাপীঠ'র প্রধান শিক্ষক নুরুল আখের, পেকুয়া বিএম আই এর অধ্যাপক জামাল সাকিব,  চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ, মাস্টার এরফানুল হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন- শিক্ষার সাথে শিক্ষার্থীদেরকে সংস্কৃতির জগতে প্রবেশ করতে হবে। তবে সংস্কৃতিটা যেন কু-সংস্কৃতি না হয়। শিক্ষা গ্রহণের পাশাপাশি গ্রহণযোগ্য বিভিন্ন মেধা পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। না হয়, শিক্ষা পরিপূর্ণ রূপ ধারণ করতে পারবে না। তাই সকল অভিভাবকদেরকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

পুরস্কার বিতরণীর পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। 

Bootstrap Image Preview