Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ৪ কাঠুরিয়াকে অপহরণ

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১১:০৫ AM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১১:০৫ AM

bdmorning Image Preview


বান্দরবানের রুমায় ৪ কাঠুরিয়া শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহৃতদের মুক্তির দাবিতে তাদের সহযোগীদের কাছে আড়াই লাখ টাকা চেয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকালে উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পান্তলা এলাকার নাইতং পাড়ার একটি পাহাড়ে এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- বান্দরবান শহরের বালাঘাটার বাসিন্দা শ্রমিক মো. নুরুল আলম (৫০), কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা মো. জমির হোসেন (৪০), চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দার আহম্মদ কবির (৪৫) ও মো. রসার আলী (৩৫)।

জানা যায়, রুমা উপজেলার ঘালেংঙ্গ্যা ইউ‌নিয়‌নের পান্তলা এলাকার নাইতংপাড়ার কাছে এক‌টি পাহাড়ে বান্দরবান শহরের কাঠ ব্যবসায়ী মো. ইকবালের অধী‌নে কয়েক দিন ধরে থেকে গাছ কাটছিলেন তারা। শুক্রবার দুপুরে ১০ থেকে ১২ জনের একটি সশন্ত্র সন্ত্রাসী দল চার শ্রমিককে অপহরণ করে নিয়ে যাওয়ার পর তা‌দের সহপা‌টি‌দের কা‌ছে মু‌ঠোফোনে ২ লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ কর‌ছে।

রুমা জোনের অধিনায়ক লে. কর্নেল শাহ্ নেওয়াজ ব‌লেন, অপহরণের কথা স্থানীয়দের কাছ থেকে শোনা যা‌চ্ছে। ত‌বে এখ‌নো নিশ্চত হওয়া যায়‌নি। বিস্তারিত জানার জন্য সেখানে সেনাসদস্যদের একটি টহল দলকে পাঠানো হয়েছে তারপর নি‌শ্চিত হওয়া যা‌বে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কা‌শেম ব‌লেন, আমা‌দের কা‌ছে এখ‌নো কেউ অভি‌যোগ ক‌রেনি। ত‌বে স্থা‌নীয়‌দের কা‌ছে ৪ শ্র‌মিক অপহর‌ণের কথা শুনা যা‌চ্ছে।

Bootstrap Image Preview