Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভা ২০১৯ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৭:০২ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৭:০২ PM

bdmorning Image Preview


‘সংগঠকের গুণগতমান বৃদ্ধি করি, সংগঠনের স্থায়িত্ব নিশ্চিত করি’ - এ শ্লোগান নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের অভ্যন্তরীণ বাৎসরিক মূল্যায়ন ও পরিকল্পনার লক্ষ্যে ২৫-২৬ জানুয়ারি দুইদিনব্যাপী আয়োজিত জাতীয় পরিষদ সভা ২০১৯ এর উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার রমনায় ইঞ্জিনিয়ারস্ ইনস্টিটিউশন মিলনায়তনে আজ ২৫ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে এই সভার উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু। বিশেষ অতিথি হিসেবে সভায় অংশগ্রহণ করেন ঢাকাস্থ সুইডেন দুতাবাসের মাননীয় রাষ্ট্রদূত শারলোতা স্লাইটার ও  ইউ.এন. উইম্যান-এর বাংলাদেশ প্রতিনিধি শোকো ইশিকিয়া।

২৫ জানুয়ারি সকাল সাড়ে ৮ টা থেকে সংগঠনের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা কমিটি ও বিভিন্ন জেলা শাখার জাতীয় পরিষদ সদস্যবৃন্দসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের রেজিস্ট্রেশনের মাধ্যমে জাতীয় পরিষদ সভার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অধিবেশনে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মৃদুলা সমাদ্দার ও সানোয়ারা জাহান নিতু।

বিশেষ শোক প্রস্তাব পাঠ করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আঞ্জুমান আরা আকসির এবং সাধারণ শোক প্রস্তাব পাঠ করেন কাউখালী জেলা শাখার সভাপতি সুনন্দা সমদ্দার। অধিবেশন পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম।

প্রথম কর্ম অধিবেশনে কেন্দ্রীয় কমিটির কার্যবিবরণী উপস্থাপন করেন সহসাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম। সভায় সংগঠনের সমসাময়িক বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা হয়।

কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে ‘নারী আন্দোলন বিষয়ে তরুণ প্রজন্মের ভাবনা’ বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর রিসার্চ এসোসিয়েট জি এম আরিফুজ্জামান, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার উপপরিষদের সদস্য হালিমা তুস সাদিয়া এবং ঢাকা মহানগর শাখার তরুণী সংগঠক শাফকাত আলম আঁখি; অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন বিষয়ে আলোচনা করেন ‘অভিযান’-এর নির্বাহী পরিচালক দলিত নারী প্রতিনিধি বনানী বিশ্বাস, ও আদিবাসী নারীর প্রতিনিধি হিল উইমেন ফেডারেশনের ফাল্গুনী ত্রিপুরা।

এছাড়া সহসভাপতি ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে ‘সংগঠন পরিচালনায় বর্তমান সময়ের চ্যালেঞ্জ: আন্তঃসমন্বয়, সাংগঠনিক সংস্কৃতি ও মূল্যবোধ চর্চা, পেশাদারী দক্ষতা’ বিষয়ে আলোচক ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাহুতি চক্রবর্তী, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম। ‘নাগরিক অধিকার ও সুশাসন’ বিষয়ে আলোচনা করেন টিআইবি, বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সুপারিশ উপস্থাপন করেন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুম্মানা জামান তপা। অধিবেশন সঞ্চালনা করেন রীনা আহমেদ, সম্পাদক, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদ।

সভায় সংগঠনের ৫৩টি জেলা শাখার ৩৪৮জন প্রতিনিধি এবং উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটির সম্পাদকবৃন্দ ও সদস্যবৃন্দসহ মোট ৪ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview