Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাবনায় যাত্রীবাহী বাস থেকে অস্ত্র-গুলিসহ যুবক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ১০:১৯ AM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ১০:১৯ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী লালনশাহ সেতুর গোলচত্বরে একটি বাস থেকে অস্ত্র-গুলিসহ ফারুক হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে কুষ্টিয়া-ঈশ্বরদী-নাটোর মহাসড়কের পাকশী লালনশাহ সেতুর গোলচত্বরে কুষ্টিয়া-ঢাকাগামী ওই বাসে অভিযান চালিয়ে পাকশী হাইওয়ে পুলিশ তাকে আটক করে।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওই বাসে অস্ত্র ব্যবসায়ী ফারুক ঢাকায় যাচ্ছিলেন। বাসে তার শরীর তল্লাশি করে জ্যাকেটের ভেতরে রাখা দুটি বিদেশী পিস্তল ও গুলি জব্দ করা হয়। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, আটক ফারুকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে। 

Bootstrap Image Preview