Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কর্মজীবী নারীদের 'ডেটিং লিভ' দিচ্ছে চীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৯:৫৯ AM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৯:৫৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চীনের পূর্বাঞ্চল হাংঝু শহরের দুটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের ত্রিশের কাছাকাছি বয়সী নারী কর্মীদের মধ্যে যারা এখনো জীবনসঙ্গী খুঁজে নিতে পারেননি, সেই সব নারীদের সহযোগিতার জন্য এগিয়ে আসছে এই প্রতিষ্ঠানগুলো। নির্দিষ্ট ছুটির বাইরে ‘ডেটিং লিভ’ (প্রেম করার ছুটি) হিসেবে অতিরিক্ত আট দিন ছুটি দিচ্ছে ওই কোম্পানি দুটি। 

নতুন চন্দ্র বছর উদযাপন করতে ইতিমধ্যে দেশটির কোটি কোটি মানুষ তাদের কর্মস্থল থেকে ছুটি নিয়ে পরিবারের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সাত দিনের নিয়মিত ওই ছুটির সঙ্গে প্রতিষ্ঠানগুলো আরও আট দিন প্রেম করার ছুটির ঘোষণা দিয়েছেন।

তবে এই সুযোগ পাবেন কেবল ত্রিশের কোঠার অবিবাহিত নারীরা। এর উদ্দেশ্য, তারা যেন তাদের জীবন সঙ্গী খুঁজে নিতে পারেন। 

এর আগে খবর বেরিয়েছিল, ওই শহরেই অবিবাহিত স্কুল শিক্ষিকাদেরও একই ধরনের ‘লাভ লিভ’ দেওয়া হচ্ছিল।

চীনের মেয়েরা তাদের কাজের বেশি মনোযোগী হওয়ায় সে দেশে আশঙ্কাজনকহারে জনসংখ্যা কমে যাচ্ছে। ফলে চীন সরকারও সন্তান নিতে নারীদের উৎসাহিত করছে।

Bootstrap Image Preview