Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাতা পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেল অকৃতকার্য ৬ পরীক্ষার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৯:৪৯ AM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৯:৪৯ AM

bdmorning Image Preview


যশোর শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ১৫৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে অকৃতকার্য ৬ পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর তবিবর রহমান জানিয়েছেন, এ বছর ১০ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী প্রকাশিত ফলাফল চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। বৃহস্পতিবার সেই পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, মোট ১৫৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে। এরমধ্যে অকৃতকার্য ৬ পরীক্ষার্থী পুনঃনিরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, সি-গ্রেড থেকে ১৪ জন, বি-গ্রেড থেকে ৫ জন, এ-মাইনাস থেকে ২১ জন ও এ-গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে আরও ৩৭ জন পরীক্ষার্থী। এছাড়া বিভিন্ন গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত হয়েছে ২৫ জন পরীক্ষার্থী। একইসঙ্গে ৬১ জন পরীক্ষার্থীর বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে।

Bootstrap Image Preview