Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ বাহুবল উপজেলা আ'লীগের বর্ধিত সভা 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৯:৪৭ AM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৯:৪৯ AM

bdmorning Image Preview


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ বাহুবল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ ২-আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান। 

জানা যায়, সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রাথমিক ভাবে প্রার্থী নির্ধারণ করা হতে পারে।

এদিকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তৃণমূল নেতাদের সমর্থন আদায়ে মরিয়া। মনোনয়ন প্রত্যাশীরা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করছেন সার্বক্ষণিক। গতকাল বৃহস্পতিবার দিনভর নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। এমনকি প্রার্থীদের পক্ষে স্বজন ও শুভাকাঙ্খিরাও মাঠে কাজ শুরু করেছেন।

আওয়ামী-লীগ মনোনয়ন প্রত্যাশীদের সাথে যোগাযোগ করলে তারা জানা যায়,  জেলা আওয়ামী লীগের নিদের্শনা মোতাবেক শুক্রবারের বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তিন পদে সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী নির্ধারণের। আর যদি সম্ভব না হলে ওই দিনই গোপন ভোটের মাধ্যমে প্রার্থীদের প্যানেল তৈরি করে জেলা আওয়ামী লীগের কাছে প্রেরণ করা হবে।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ জানান, প্রার্থী বাছাইয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে মোট ২০৭ জন নেতা ভোট প্রয়োগের সুযোগ পাবেন।

তারা হলেন উপজেলা আওয়ামীলীগের অনুমোদিত কমিটির প্রথম ৬৭ জন, ৭ ইউনিয়ন এবং ৬৩ ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির চৌধুরী, জেলা তাঁতীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান নাছির।

ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নে  প্রত্যাশীদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন, যুবলীগ নেতা ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ফিরোজ আলী মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুনুর রশীদ (ফারুক), উপজেলা উলামা-লীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও  মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, সাবেক ইউপি মেম্বার জ্যোৎস্না আক্তার ও মহিলা আওয়ামীলীগ নেত্রী মিনারা খাতুন।

Bootstrap Image Preview