Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে চুরি-ডাকাতি নিয়ে গ্রামবাসীর উদ্বেগ

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৮:৪৪ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৮:৪৪ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে ডাকাতি ও চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন এলাকাবাসী। গত এক সপ্তাহে চারটি ডাকাতি ও একটি চুরি ঘটনা জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। এসব ঘটনায় কোনো মামলা হয়নি।

শ্রীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড আনসার রোড মোড়ে তোহ্ফা রায়হান চিত্রনের বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ ৯ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

চিত্রন জানান, বুধবার (২৪ জানুয়ারি) তিনি সপরিবারে বেড়াতে গিয়েছিলেন। চুরির খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন চারটি ঘরের তালা ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ তিন লাখ টাকা লুটে নেয়। তিনি এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগ করেছেন।

উপজেলাজুড়ে চলছে ডাকাত আতঙ্ক। রাত নামলেই মানুষের মাঝে ডাকাতের ভয় বাসা বাধে। এক সপ্তাতের মধ্যেই দুই প্রবাসীসহ চার বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দরজা ভেঙে ঘড়ে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু লুটে নিচ্ছে। পুলিশ নিয়মিত টহল না দেওয়াতে এ ডাকাতি বেড়ে গেছে বলে মনে করছেন স্থানীয়রা।

২১ জানুয়ারি (সোমবার) রাতে উপজেলার দক্ষিণ বারতোপা গ্রামের দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। সৌদি প্রবাসী রাসেল আহম্মেদের বাড়িতে কমপক্ষে ১৫ জনের এক দল ডাকাত কলাপসিবল গেইটের তালা কেটে ঘরে ঢুকে। একই সময়ে মারিসাস প্রবাসী তার ভাই রাজিব আহম্মেদের ঘরে ঢুকে তারা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে। ডাকাতেরা নগদ দেড় লাখ টাকা, স্বর্নালংকার ও মোবাইলসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে।

একই রাতে ডাকাতেরা বারতোপা গ্রামের রাসেলের বাড়িতে প্রবেশ করে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। একই রাতে পার্শ্ববর্তী কৃষক আবদুল করিমের ঘরের দরজা ভেঙে তার স্ত্রী আলেয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাতদল নগদ ১ লাখ ৩ হাজার টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ দু'লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

গত ১৬ জানুয়ারী পার্শ্ববর্তী ফুলানিরসিট গ্রামের ব্যবসায়ী শাকিল আহম্মেদের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। ১২-১৪ জনের ডাকতদল বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ৮ লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ মোট ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।

স্থানীয় মনির হোসেন জানান, প্রতিদিনই ডাকাত আতঙ্কে রাত পার করে স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যা নামলেই ডাকাতের ভয়ে থাকে নারী শিশুরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। ডাকাত গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview