Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সবজি চাষে অগ্রভাগে রয়েছে নারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৪:৩৮ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৪:৩৮ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


‘সবজি চাষে অগ্রভাগে রয়েছেন নারীরা। নারীদের পরিশ্রমের উপহারস্বরুপ ধরা যায় আজকের এই জাতীয় সবজি মেলা। নিরাপদ সবজি করব চাষ, পুষ্টি মিলবে বার মাস’ প্রতিপাদ্যে চতুর্থ বারের মতো রাজধানীতে শুরু হয়েছে জাতীয় সবজিমেলা।

কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত তিনদিনব্যাপী এই মেলার উদ্বোধনীতে এমন বক্ত্যব্য রাখেন বক্তারা।

দেশের নানা প্রান্তের দেড় শতাধিক প্রজাতির সবজি প্রদর্শন করা হইয়েছে এ মেলায়। মেলায় নতুন ধরনের সবজি চেনা জানার পাশাপাশি দর্শনার্থীরা নিরাপদ সবজি কিনতেও পারবেন। রাজধানীর খামারবাড়ির কেআইবি চত্বরে অনুষ্ঠিত এ মেলা শেষ হবে ২৬ জানুয়ারি শনিবার।

নতুন নতুন সবজি সাধারণ মানুষের মধ্যে পরিচিতি এবং সবজি উৎপাদন ও খাওয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে ২০১৬ সাল থেকে জাতীয় সবজিমেলা করা হচ্ছে।

মেলা সূত্র জানা গেছে, এবার মেলায় ৬৯টি স্টল থাকছে। এর মধ্যে পাঁচটি প্যাভিলিয়ন থাকবে। একটি সরকারী প্যাভিলিয়ন হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আর বাকি চারটি বেসরকারী প্যাভিলিয়ন থাকছে মেলায়। গত বছরের সবজি মেলায় ৮২টি স্টল অংশগ্রহণ করে। এর আগের বছর ২০১৭ সালে ৭৭টি স্টল অংশ নিয়েছিল।

স্টলের সংখ্যা কেন কমে গেল এমন প্রশ্নের জবাবে কৃষি সম্প্রসারণ অধিদফতরের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম ভূইঁয়া বলেন, গত বছর আমরা আ. ক. ম. গিয়াস উদ্দিন মিলকি অডিটরিয়াম চত্বরে করেছিলাম এবার কেআইবিতে করছি। কেআইবিতে এর বেশি স্টল দিলে হাঁটার জায়গা থাকবে না। মেলায় নতুনত্বও থাকছে এবার জানিয়ে তিনি বলেন, আমরা এ বছর একটি নিরাপদ সবজি স্টল করতে চাচ্ছি। যেখান থেকে দর্শনার্থীরা সবজি কিনতে পারবেন এবং সে নিশ্চিত থাকবে যে সবজিটি সম্পূর্ণ নিরাপদ। সবজি রফতানি এ্যাসোসিয়েশনের মাধ্যমে এটি করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

এছাড়াও এবারের সবজি মেলায় জাতভিত্তিক প্রদর্শন করা হবে। কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, আমরা নানা ধরনের সবজি খাই। একটির অনেক জাতের হয়, তা হয়ত জানি না। বেগুন, আলু নানা ধরনের জাত রয়েছে। আমরা সব জাতই প্রদর্শন করতে চাই। দেড় শতাধিকের বেশি সবজি প্রদর্শিত হবে বলেও আশা করছেন তিনি।

এদিকে, মেলায় ঘুরে দেখা গেছে স্টলগুলতে ক্রেতা এবং দর্শনার্থীর ভিড় রয়েছে পুরোদমে। সবজি মেলার গেটও তৈরি করা হচ্ছে নান্দনিকভাবে।

কৃষি তথ্য সার্ভিসের ফার্ম ব্রডকাস্টিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা বলেন, প্রতিবছরই সবজি মেলা মানুষের কাছে একটি আকর্ষণীয় হয়ে উঠেছে। এসব মেলায় সন্তানদের এমনকি নিজেরাও নতুন সবজির সঙ্গে পরিচিত হয়। ভাল মানের সবজি কেনাকাটা হয়। সবজির বীজ কিংবা পরিচর্যা বিষয়ে জ্ঞান অর্জন করে মানুষ। এবারও মেলা আরও ভাল হবেন বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, উন্নত প্রযুক্তি আর বিভিন্ন জাত আবিষ্কারের ফলে দেশে সবজি উৎপাদন অনেক বেড়েছে। সরেজমিন উইংয়ের তথ্য মতে, ২০১৭-২০১৮ অর্থবছরে ১১ লাখ ৬৯ হাজার ৩২৬ হেক্টর জমিতে ২ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৯২৭ মেট্রিক টন সবজি উৎপাদন হয়। ২০১৬-২০১৭ অর্থবছরে ১১ লাখ ২৮ হাজার ৫৪২ হেক্টর জমিতে ২ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ১৪১ মেট্রিক টন সবজি উৎপাদন হয়। ২০১৫-১৬ বছরে মোট সবজি উৎপাদন ছিল ১ কোটি ৫২ লাখ ৬৪ হাজার মেট্রিক টন।

দেশের দেড় শতাধিকেরও বেশি ধরনের সবজি চাষ হলেও ৩৫টি প্রধান সবজি বলা হয়ে থাকে। আর অপ্রধান সবজি হিসেবে ৪০টি চিহ্নিত করা হয়েছে। বাকিগুলো অভিহিত করা হচ্ছে স্বল্প পরিচিত সবজি হিসেবে।

এক প্রবন্ধে বলা হয়েছে, উন্নত দেশে মাথাপিছু প্রতিদিন সবজি গ্রহণে পরিমাণ দেশভেদে ৪ থেকে ৫ গুণ বেশি। ভিটামিনের পর্যাপ্ত প্রাপ্তি নিশ্চিতকরণে বিভিন্ন প্রকার সবজি গ্রহণের কোন বিকল্প নেই। বিগত বছরগুলোতে সবজি চাষের আওতায় জমির পরিমাণ খুব বৃদ্ধি না পেলেও মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

জানা গেছে, গত এক যুগে দেশের কৃষি জমির পরিমাণ না বাড়লেও সবজির জমির পরিমাণ বাড়াচ্ছেন কৃষকরা। দেশের কৃষক পরিবারগুলোর প্রায় সবাই কমবেশি সবজি চাষ করে। জমির পাশের উঁচু স্থান, আইল, বাড়ির উঠান, এমনকি টিনের চালাতেও এ দেশের কৃষকরা সবজির চাষ করছেন। এমনও দেখা গেছে, ফলবাগান ও বাড়ির রাস্তার পাশের উঁচু গাছের মধ্যেও মাচা করে সবজির চাষ করছেন অনেক কৃষক।

‘কৃষি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ক্ষুধামুক্ত, পুষ্টিসমৃদ্ধ, মেধাবী জাতি গঠনের প্রচেষ্টা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।‘

তার আগে গতকাল (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রী জাতীয় সবজি মেলা উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান।

Bootstrap Image Preview