Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে ১৪৫ বোতল বাংলা মদসহ দুই জন আটক 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৪:৩২ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৪:৩২ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগরে ১৪৫ বোতল ৫০ লিটার বাংলা মদসহ ২ জনকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ। এ সময় তাদের সাথে থাকা একটি সিএনজি তল্লাশি করে ১৪৫ বোতল ৫০ লিটার বাংলা মদ উদ্ধার ও সিএনজিও আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার নয়া হরিশপুর-মিরাট কাচা রাস্তার বাড়ো মাসা ব্রিজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাণীনগর উপজেলা মিরাট গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মো: আলমঙ্গীর হোসেন (৪০) ও পার নওগাঁর মৃত শরিফ উদ্দিনের ছেলে মো: তোফাজ্জল (৪০)।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, তারা নওগাঁ থেকে সিএনজি করে মাদক নিয়ে মিরাটে যাচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাবুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

Bootstrap Image Preview