Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোবাইলে প্রেম করার পাঁচ উপায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০১:১৫ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


এখন আর হলুদ খামের অপেক্ষায় মন আনচান হয় না কাঠ ফাটা দিনগুলোয়। সময় বদলেছে বদলেছে মানুষের চিন্তা-চেতনা। ভালবাসা প্রকাশ করতে গেলেও এখন মোবাইলের সাহায্যই প্রকাশ করতে পারে তাদের অনুভুতি। তবে প্রেম যেভাবেই করা হোক না কেন তার কিছু নিয়ম-কানুন অবশ্যই থাকে। যা মেনে চললে ভালবাসায় জোয়ার আসতে বাধ্য-

১. মোবাইলে প্রেম করতে গেলে কন্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মনে রাখতে হবে চোখে চোখে ইশারা এই মাধ্যমে খুব বেশি হবে না। তাই ভালবাসার মানুষের মন কথার মাধ্যমেই জয় করতে হবে।

২. ভালোবাসার লোককে মনের কথা বলতে গিয়ে কোনো বিখ্যাত কোটেশনের সাহায্য নিতেই পারেন। এতে কোনো দোষ নেবেন না আপনার প্রেমিক বা প্রেমিকা বরং খুশিই হবেন নিজের স্তুতিতে।

৩. টেক্স মেসেজের বদলে এখন প্রেমিক-প্রেমিকাদের মনের কথা বিনিময়ের আধার হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারগুলো। তাতে সঠিক ইমোজি ব্যবহার আপনার হাতেই। ভুল পাঠালে ভয়ের কিছু নেই। বড় বড় দেশে এমন ছোট ছোট ঘটনা হয়েই থাকে।

৪. ব্যস্ত সময়ের ফাঁকে পছন্দের মানুষটার কথা মনে পড়ছে? ফোন করবেন? কাজের মাঝে থাকতে পারে তো? একটা ছোট্ট মেসেজ ছেড়ে দেওয়াই যায়। তাতে বুঝতে পারবেন ওপারের পরিস্থিতি অনুকুল আছে কিনা।

৫. গ্লোবালাইজেশনের যুগে ভৌগলিক দূরত্ব ক্রমেই বাড়ছে৷ বাড়ছে লং ডিসটেন্স রিলেশনশিপের হার। সেক্ষেত্রে মোবাইলই একমাত্র ভরসা।

তবে মনে রাখবেন, মোবাইল প্রেম যতটা ভাল, ততটাই মন্দ হতে পারে। সবই নির্ভর করছে আপনাদের সতর্কতা ও সচেতনতার উপর।

Bootstrap Image Preview