Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে গৃহবধূকে গলাটিপে হত্যা, আটক ভাসুরের স্ত্রী

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১১:৪৫ AM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview


হবিগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গেরচক গ্রামে পারিবারিক বিরোধের জেরে রোজিনা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাসুরের স্ত্রী সালমা আক্তারকে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। নিহত রোজিনা আক্তার ওই গ্রামের শামীম মিয়ার স্ত্রী।

বুধবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত রোজিনার সাথে তার ভাসুর আব্দুল ওয়াদুল মিয়ার দীর্ঘদিন যাবত পরিবারিক কলহ চলে আসছিল। এরই জেরধরে রাত সাড়ে ১১ টার দিকে  তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আব্দুল ওয়াদুদ ও তার ভাই শফিকুল ইসলামের স্ত্রী সালমা আক্তারসহ পরিবারের লোকজন গৃহবধূ রোজিনাকে গলাটিপে নির্মম ভাবে হত্যা করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে সর্বত্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। 

এ ব্যাপারে এসআই শাহিদ মিয়া জানান, নিহত রুজিনার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সালমা আক্তার নামে এক মহিলাকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।   

Bootstrap Image Preview