Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজৈরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১১:১০ AM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১১:১০ AM

bdmorning Image Preview


মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ সীমান্তে সাবেক ইউপি সদস্য যুধিষ্টির বসুকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, প্রতিবেশির সঙ্গে জমি নিয়ে মামলার কারণে খুন।

বুধবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার কদমবাড়ীর ইউনিয়নের মৃধাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, যুধিষ্টির বসু বুধবার বিকালে একই ইউনিয়ের দীঘিরপাড় গ্রামে কবি গান শুনতে যান। সেখান থেকে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে বাড়ির পাশে মুরগির খামার দেখতে যান। তারপর বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে স্বামীকে ঘরে না দেখে খোঁজাখুজি শুরু করেন তার স্ত্রী। পরে মুরগির খামারের পাশে তার লাশ পাওয়া যায়।

যুধিষ্টির বসুর বড় ছেলে রনি বসু বলেন, ‘জেঠা (চাচা) যতিশ বসু, সতিশ বসু, পাচু বসুদের সঙ্গে বাড়ির পাশের জমি নিয়ে আমাদের মামলা চলে আসছিল। মামলার রায় আমাদের পক্ষে আসায় যতিশ বসু গঙরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারাই এ ঘটনা ঘটাতে পারে।’

রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview