Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে রাখাল নিহত

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১০:৫১ AM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১০:৫১ AM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জামাল নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত জামাল রাখাল চড় আষাড়িয়াদহ ইউনিয়নের ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এই কর্মকর্তা জানান, বুধবার (২৩ জানুয়ারি) রাতে জামালসহ কয়েকজন সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় গরু আনতে যান। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফের চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জামাল নিহত হন। এসময় তার সঙ্গে থাকা অন্য রাখালরা মরদেহ নিয়ে পালিয়ে আসেন।

Bootstrap Image Preview