Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে ৮ পদে লড়ছেন ২৬ প্রার্থী

এম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ১০:০৩ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ১০:০৩ PM

bdmorning Image Preview


আগামী ২৬ জানুয়ারি ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীর ভোটারদের দ্বারে দ্বারে ঘুড়ে বেড়াচ্ছেন। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তারা নিজেদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। দিন-রাত নির্ঘূম সময় ব্যয় করছেন তারা। এবারের নির্বাচনে মোট ৮ পদের জন্য লড়ছেন ২৬ প্রার্থী।

সূত্রে জানা গেছে, ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০১৯-এ সভাপতি পদে আওয়ামী লীগ প্যানেল থেকে লড়ছেন এডভোটে অতিন্দ্র লাল ব্যানার্জী, বিএনপির প্যানেল থেকে লড়ছেন এডভোকেট আলহাজ্ব মোঃ ছালাহ উদ্দিন হাওলাদার।

সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ প্যানেল থেকে লড়ছেন এডভোটক গোলাম মোর্শদ তালুকদার কিরন, বিএনপির প্যানেল থেকে এডভোকেট আলহাজ্ব মোঃ রেজাউল করিম ফারুক।

সহ-সভাপতি পদে আ.লীগ প্যানেল থেকে এডভোকেট মোঃ শাহজাহান ও এডভোকেট কার্তিক চন্দ্র সাহা, বিএনপির প্যানেল থেকে এডভোকেট আলহাজ্ব মোঃ তৈয়ব ও এডভোকেট ইউসুফ-১।

সহ-সাধারণ সম্পাদক পদে আ’লীগ প্যানেল থেকে এডভোকেট আ ম ম আলাউদ্দিন আহমেদ টিটু ও এডভোকেট মেজবাহুল আলম, বিএনপির প্যানেল থেকে এডভোকেট মোঃ ইফতারুল হাসান শরীফ ও এডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স।

অর্থ বিষয়ক সম্পাদক পদে আ’লীগ প্যানেল থেকে এডভোকেট মোঃ মোতাছিন বিল্লাহ, বিএনপির প্যানেল থেকে এডভোকেট ড. মোঃ আমিরুল ইসলাম বাছেত।

ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আ’লীগ প্যানেল থেকে এডভোকেট মহিউদ্দিন হেলাল, বিএনিপর প্যানেল থেকে এডভোকেট আলহাজ্ব মোঃ ইলিয়াস সুমন।

পাঠাগার সম্পাদক পদে আ’লীগ প্যানেল থেকে এডভোকেট সুমন মজুমদার ও এডভোকেট মোঃ মাশফিকুর রহমান বাবু, বিএনপির প্যানেল থেকে এডভোকেট মোঃ সফিউল্লাহ ও এডভোকেট ইকবাল হোসেন।

এ ছাড়া সদস্য পদে আ’লীগ প্যানেল থেকে এডভোকেট মোঃ আবুল কাশেম, এডভোকেট গৌরাঙ্গ ঘোষ, এডভোকেট খায়রুল ইসলাম। আর বিএনপির প্যানেল থেকে এডভোকেট মোঃ জাকির হোসেন মনু, এডভোকেট মোঃ ইউসুফ হোসেন সুমন, এডভোকেট মোঃ মাহাবুবুল আলম।

আগামী ২৬ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা জেলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Bootstrap Image Preview