Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্থিতিশীল যবিপ্রবি, বিশ্ববিদ্যালয় দিবস পরবর্তীতে পালনের সিদ্ধান্ত

যবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৮:৩৮ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৮:৪০ PM

bdmorning Image Preview


প্রতিকী নৌকাকে অপসারণ, র‍্যাগিংয়ের নামে নোংরা পোস্টার টাঙানো, ছাত্রলীগের নামে কটূক্তি, ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির অবমাননার জন্য গত ১২ জানুয়ারি এ ঘটনার বিচার দাবি করে আন্দোলনের ডাক দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তারপর শিক্ষককে হুমকি, শিক্ষকদের মানববন্ধনে হামলা করার দায়ে একই দিনে ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতি। ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত এখনও চলমান।

তারপর থেকেই শিক্ষকদের ও ছাত্রলীগের পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থবির হয়ে পড়েছে দক্ষিণবঙ্গের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০০৭ সালের ২৫ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। তারপর থেকেই প্রতিবছর এ দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছে ।প্রতি বছর খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচির মাধ্যমে দিনটিকে পালন করে বিশ্ববিদ্যালয় পরিবার।

কিন্তু এ বছর বিশ্ববিদ্যালয়ের এমন অস্থিতিশীল পরিবেশের কারণে বিশ্ববিদ্যালয় দিবস পালন না করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ুর রহমান হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবির জাহিদ।

গত ২১ জানুয়ারি মানববন্ধন ও মৌন মিছিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত হলে আমরা বিশ্ববিদ্যালয় দিবস পালন করব।

Bootstrap Image Preview