Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনুন'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০২:১৪ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০২:১৬ PM

bdmorning Image Preview


পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনুন, বাংলাদেশ থেকে একজন অনুপ্রবেশকারীও ঢুকতে পারবে না। গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের মালদায় এক জনসভায় একথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

পাশাপাশি তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল (এনআরসি) এ বার পশ্চিমবঙ্গেও ইস্যু হতে চলেছে। ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বসবাসকারী সব শরণার্থী বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেবে বিজেপি। একজনকেও ভারত ছাড়তে হবে না।

বিভিন্ন রাজ্যের ২৩ দলকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গঠন করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে গত শনিবার কলকাতায় এ ফ্রন্টের বড় সভাও হয়েছে।

এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, ব্রিগেড সমাবেশে যে নেতারা ছিলেন তাদের মধ্যে ৯ জনেরই ইচ্ছে রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার। বিরোধীরা মানুষের জন্য চিন্তিত নন, মোদীকে হটানোই তাদের লক্ষ্য। এ মহাজোট স্বার্থে জোট। আমরা বলছি গরিবি হটাও, বিরোধীরা বলছে মোদী হটাও। তাই সাবধান হয়ে যান।

অমিত শাহ দুদিনে পশ্চিমবঙ্গে তিনটি সভা করবেন। তবে ৮ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করার ঘোষণা দিয়েছিল বিজেপি। সেই সভা বাতিল করা হয়েছে। কলকতাবাসীর ব্রিগেড প্যারেড পরিবর্তে পশ্চিমবঙ্গের আসানসোলে একই দিনে, মোদীর জনসভা হবে।

Bootstrap Image Preview