Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন বছরে চীনের হাতে যেসব অত্যাধুনিক মারণাস্ত্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৯:৩২ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৯:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নতুন বছরে চীনের সেনাবাহিনী অত্যাধুনিক কয়েকটি মারণাস্ত্রের নাম ঘোষণা করেছে। এর মধ্যে কয়েকটির সফল পরীক্ষাও তারা করেছে। এদিকে গত মঙ্গলবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা স্বীকার করে বলেছে কিছু অস্ত্রপ্রযুক্তিতে চীনই এখন ‘বিশ্বের নেতৃত্বে।

নতুন বছরে চীন বেশ কয়েকটি মারণাস্ত্র তৈরি করে। এগুলোর কয়েকটি হলো:

দি মাদার অব অল বম্বস (মবস)

যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা মাদার অব অল বম্বস 'মোয়াব' এর জাবাবে চীনও তৈরি করেছে শক্তিশালী বৃহদায়ন বোমা। এটির নাম দেওয়া হয়েছে 'মাদার অব অল বম্ব' নামে।

চীনের বৃহৎ প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিঙ্কো প্রথমবারের মতো চীনের সবচেয়ে বড় এই নন-নিউক্লিয়ার বোমার প্রদর্শনী করেছে বলে জানায় চীনের গ্লোবাল টাইমস পত্রিকা।

পত্রিকাটি জানায়, ব্যাপক বিধ্বংসী ক্ষমতার কারণে এটিকে ‘মাদার অব অল বম্বস’-এর চাইনিজ ভার্সন বলে অভিহিত করেছে।

পরমাণু বোমার পর এটাই সবচেয়ে বিধ্বংসী বোমা। নরিঙ্কোর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, এইচ-কে যুদ্ধবিমান থেকে বোমাটি ফেলা হলে বিশাল আকারের বিস্ফোরণ ঘটে।

সিনহুয়া জানায়, এটিই প্রথম ধ্বাংসত্মক বোমা যা জনগণের সামনে উন্মুক্ত করা হয়েছে।

২০১৭ সালে আফগানিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করার সময় মার্কিন সেনাবাহিনী একটি জিবিইউ ৪৩/বি ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট (মোয়াব) ফেলে সন্দেহভাজন আইএসের লক্ষ্যবস্তুতে। এই বোমা ‘মাদার অফ অল বম্বস’ নামেই পরিচিত।

চীন তাদের বোমার জন্যও একই নাম ব্যবহার করলেও এটি যুক্তরাষ্ট্রের বোমাটির চেয়ে ছোট এবং হালকা। বোমাটির দৈর্ঘ্য প্রায় ৫-৬ মিটার। ওজন বেশ কয়েক টন। আকারে বড় হওয়ায় একবারে একটা বোমাই বহন করতে পারে এইচ-৬কে বোমারু বিমান।

দি আন্ডারগ্রাউন্ড স্টিল গ্রেট ওয়াল

চীনের অজ্ঞাত পার্বত্য এলাকায় ভূগর্ভের নিচে স্থাপিত ইউএসজিডব্লিউ প্রতিরক্ষা স্থাপনা। এটি শত্রুর আক্রমণ থেকে সামরিক ঘাঁটি রক্ষা করবে বলে দাবি করে চীনের সেনাবাহিনী ‘পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। গত ১৩ জানুয়ারি তাদের ওয়েবসাইটে এ দাবি করা হয়। জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

চীনা সেনাবাহিনী ডিএফ-২৬ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি সাগরে মাঝারি ও বড় জাহাজকে ধ্বংস করতে সক্ষম। গ্লোবাল টাইমস বলেছে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৩ হাজার ৪০০ মাইল।

বোমারু বিমান

দুই আসনবিশিষ্ট স্টিলথ বোমারু বিমান জে-২০ স্টিলথ যুদ্ধবিমানের নতুন সংস্করণ। জে-২০ স্টিলথ যুদ্ধবিমান প্রথমবারের মতো পিএলএর। এটি গত বছরের ফেব্রুয়ারি মাসে বিমানবাহিনীতে যুক্ত হয়েছে।

দুই ইঞ্জিনের নতুন সংস্করণের বিমানটিতে দ্বিতীয় পাইলটের জন্য আসন থাকতে পারে। বর্তমানে যেসব স্টিলথ যুদ্ধবিমান আছে, সেগুলো এক আসনবিশিষ্ট।

সুপার সোলজারস উইথ ফিউচারিস্টিক ওয়েপনস (বিশেষ ছুরি)

চীন তার বিশেষ বাহিনীগুলোর সদস্যদের ‘সুপার সোলজার’ হিসেবে তৈরি করতে ‘সুপার সোলজারস উইথ ফিউচারিস্টিক ওয়েপনস’ তৈরি করেছে। এটি হাতে ধরার উপযোগী এক ধরনের বিশেষ ছুরি। যা পিস্তল ও অ্যাসল্ট রাইফেলের সমন্বিত বৈশিষ্ট্যসংবলিত। এটি দিয়ে গুলি ছোড়া যাবে আবার গ্রেনেডও ছোড়া যাবে।

Bootstrap Image Preview