Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহবাগের অবরোধ প্রত্যাহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৭:১৩ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৭:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সকল ধরণের সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে আন্দোলনকারীরা।

আজ ২২ জানুয়ারি, মঙ্গলবার মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম নামের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

৩০ শতাংশ কোটা বহালের দাবি অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে অবরোধস্থলে গিয়ে জনভোগান্তি সৃষ্টি না করে শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানান ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। কোটা বহালের দাবি তারা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলেও জানান।

ত্রিশ শতাংশ কোটা বহালের দাবিতে শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তান শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। সেখান থেকে হঠাৎ করে তারা শাহবাগ মোড় অবরোধ করে। এতে শাহবাগসহ আশপাশের এলাকায় প্রচন্ড যানজট সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।

Bootstrap Image Preview