Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৩:৫৬ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৩:৫৬ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জে শহরের মুজিব সড়ক মহল্লার আলোচিত গৃহবধু সুমী রানী রায় হত্যা মামলায় তার স্বামীসহ চারজনকে  মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। একই সাথে এক লাখ টাকা জরিমানার আদেশও দেন বিচারক।

ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন, গৃহবধুর স্বামী সুবীর কুমার রায় ও তার দুই ভাই ডা. সুশীল কুমার রায়, সুনীল কুমার রায় এবং চাচা শ্বশুর মনোরঞ্জন রায়। আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কায়সার আহম্মেদ লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালে টাঙ্গাইল জেলা শহরের গোপীনাথ বিশ্বাসের মেয়ে সুমী রায়ের সাথে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কস্থ শীলা জুয়েলার্সের স্বত্বাধিকারী সুবীর কুমার রায়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় সুমী রানীকে নির্যাতন করে আসছিলেন তার স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় ২০০১ সালের ১২ জানুয়ারি গৃহবধুর স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন তাকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করে। বিষয়টি ধামাচাপা দিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মর্মে প্রচার করা হয় এবং এ বিষয়ে থানায় জিডি করা হয়।

পরবর্তীতে মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার বিষয়টি প্রমাণ হলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে নিহতের স্বামী ও শ্বশুরবাড়ীর পরিবারের লোকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই ওই চার আসামি পলাতক ছিলেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে বিচারক চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবি ছিলেন আনোয়ার পারভেজ লিমন ও আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত স্টেট ডিফেন্সের আইনজীবি এস এম জাহাঙ্গীর আলম মামলা পরিচালনা করেন।

Bootstrap Image Preview