Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরের নারী সাংবাদিক নিলুফা রানীর দাফন সম্পন্ন

মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০১:১৩ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview


জীবননগরের একমাত্র নারী সাংবাদিক ও জীবননগর সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য নিলুফার ইয়াসমিন রানীর দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ১০টার সময় মরহুমার প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।

জীবননগর স্টেডিয়াম মাঠে এবং বেলা সাড়ে ১১টার সময় নিজ গ্রাম সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে দ্বিতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে নিজ বাড়িতে অসুস্থ হন সাংবাদিক নিলুফার ইয়াসমিন রানী এ সময় তাকে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমার নামাজের জানাযায় হাজারো মানুষের ঢলে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সম্পাদক এম আর বাবু, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিস প্রধান  জাহিদ বাবু, সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সম্পাদক মিঠুন মাহমুদ, সাংবাদিক, জামাল হোসেন খোকন, মারুফ মালেক, তারিকুর রহমান, আশাবুল হক, রিপন মুন্সী প্রমুখ।

Bootstrap Image Preview