Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উন্নয়নশীল হয়েছি, উন্নত দেশের কাতারে যেতে হবে: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ১২:৪৯ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ১২:৪৯ PM

bdmorning Image Preview


আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছি। এখন উন্নত দেশের কাতারে যেতে হবে। এজন্য উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এসব কথা বলেন তিনি।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই একনেকের প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, চলমান প্রকল্পগুলোর কাজের গতি ধরে রাখতে হবে, তবে অবশ্যই কাজের মান নিশ্চিত করতে হবে। এজন্য কাজে নজরদারিও বাড়াতে হবে।

শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে এবং আরো বাড়াতে হবে। আর এজন্য প্রকল্প বাছাই ও বাস্তবায়নে যত্নবান হতে হবে। এভাবেই উন্নয়নের পথে যাবো।

প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের প্রতিটি মানুষের জীবনমান ও ভাগ্য যেন উন্নত হয়, তারা উন্নয়নের সুফল পায় সেটি নিশ্চিত করতে হবে।

সবাই মিলে কাজ করে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, আজ মঙ্গলবারের বৈঠকে মোট নয়টি প্রকল্পের প্রস্তাব উঠছে।

Bootstrap Image Preview