Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাভারে ৭ নারী ছিনতাইকারী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ১২:৩৯ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ১২:৩৯ PM

bdmorning Image Preview


সাভারে এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় ৭ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার সকাল বেলা ১১টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আটক ছিনতাইকারীরা হল- মারুফা আক্তার, মিতু, মায়েরুন নেসা, কমলা বেগম, ফরিদা বেগম, বানেছা বেগম ও জামেলা খাতুন। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাসিরনগর থানার ডরমণ্ডল গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জানান, সাভার গেন্ডা বাসস্যান্ডে এক নারী বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র ওই নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দৌড়ে চলন্ত বাসে উঠছিল। এ সময় স্থানীয়রা সংঘবদ্ধ চক্রটির ছয় নারী ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের গণধোলাই দিয়ে সাভার মডেল থানায় হস্তান্তর করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান বলেন, গণধোলাইয়ের শিকার ওই ছয় নারী ছিনতাইকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview