Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার আহত

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ১১:৪১ AM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ১১:৪১ AM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবির চাঁনপাড়া সড়কে ডাকাতির প্রস্ততির সময় পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়। আহত ডাকাতকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।

রবিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত সোয়া দুইটার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান জানান, রবিবার দিবাগত রাত একদল ডাকাত চাঁনপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদ পেয়ে টহল দলের পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়লে ডাকাতরা পালিয়ে যায়।

পরে সেখান থেকে পাঁচবিবি উপজেলার ঝিনাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে একাধিক ডাকাতি মামলার আসামী ছানা মিয়াকে বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একটি রিভলভার ও দেশিয় অস্ত্রসহ উদ্ধার করে। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


 

Bootstrap Image Preview