Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় স্বামীকে তালাক দিয়ে সাবেক প্রেমিককে বিয়ে, অতঃপর...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ১০:৩৪ AM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ১০:৩৪ AM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে রেজিস্ট্রি বিয়ে করা এক যুগলকে বেঁধে রেখে প্রকাশ্যে মারপিট করে তালাকনামা আদায়ের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 রবিবার (২১ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন ইউপি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক ইউপি সদস্য আকবর আলি পাড়ের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই ইউনিয়নের মথুরাপুর গ্রামের আবদুর রাজ্জাকের সঙ্গে একই এলাকার এক তরুণীর প্রেম ছিল। বাবা-মা তাদের মেয়েকে কয়েক বছর আগে বিয়ে দিয়ে দিলেও তার ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক বহাল ছিল রাজ্জাকের। ওই তরুণীর এখন চার ছেলে-মেয়ে। সম্প্রতি ওই তরুণী তার স্বামীকে তালাক দিয়ে প্রেমিক রাজ্জাককে রেজিস্ট্রি বিয়ে করেছেন।

এদিকে মেয়েটির সাবেক স্বামী মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে এ ব্যাপারে একটি অভিযোগ করেন।

গত ১২ জানুয়ারি ইউপি সদস্য আকবর আলি পাড় বিষয়টি নিয়ে সালিশে বসেন। এ সময় তিনি ওই মেয়েটিকে তালাক দেয়ার জন্য রাজ্জাকের ওপর চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় রাজ্জাক ও তার প্রেমিকাকে বেঁধে রেখে মারপিট করেন আকবর আলি।

আর এই মারপিটের খবর ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। পরে গোয়েন্দা পুলিশ আকবরকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলি আহমেদ হাসেমী জানান, ইউপি সদস্য আকবর আলির বিরুদ্ধে মারপিটের মামলা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হবে।

Bootstrap Image Preview