Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিরকুটসহ দাফনের সব কিছু পাশে রেখে আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ১১:০২ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ১১:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


একটি চিরকুট ও কাফনের কাপড়সহ দাফনের সামগ্রী ঝুলিয়ে রেখে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জালাল উদ্দিন (৫৫) নামে বিদ্যুৎ অফিসের এক কর্মচারী। ঘটনাটি ঘটেছে ঢাকার পার্শ্ববর্তি জেলা গাজীপুরে।

আজ রবিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের বাধুন নাকপাড়া এলাকা থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।নিহত জালাল উদ্দিন জামালপুর জেলা সদরের দাড়িকাজালি এলাকার মৃত সাহেব আলী ছেলে। তিনি ঢাকার আজিমপুর এলাকার বিদ্যুৎ অফিসের ফোরম্যান ছিলেন। তার শ্বশুরবাড়ি ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাড়ইবাড়ি এলাকায়।

পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভূইয়া জানান, ওই এলাকায় একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক।

রবিবার সকাল ১০টার দিকে গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, নিহতের লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়, আমি গত ৭ বছর ধরে মানসিক যন্ত্রণায় ভুগছি। আমি জানি, আত্মহত্যা করা মহাপাপ। তারপরও আমার কোনো উপায় ছিল না। এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

এ ছাড়া গাছের অপর একটি ডালে ঝুলানো একটি ব্যাগে কাফনের কাপড়, আগরবাতি, সুরমা ও গোলাপজল রাখা ছিল বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Bootstrap Image Preview