Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মনোহরদীতে সাংবাদিকের ওপর ভূমিদস্যুদের হামলা

বাকি বিল্লাহ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৯:৫৬ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৯:৫৬ PM

bdmorning Image Preview


নরসিংদীর মনোহরদীতে চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী আনোয়ারুজ্জামানের নেতৃত্বে তার বাহিনীর নৃশংস হামলার শিকার হয়েছেন মনোহরদী সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নবচেতনা পত্রিকার মনোহরদী উপজেলা প্রতিনিধি মো. খাদেমুল ইসলাম।

সম্প্রতি উপজেলার লেবুতলা ইউনিয়নের চকবাজার এলাকায় প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মনোহরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আহত সাংবাদিক ও তার পরিবার সূত্রে জানা যায়, আনোয়ারুজ্জামান একজন চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু। দীর্ঘদিন ধরে সে স্থানীয়ভাবে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। সাংবাদিক খাদেমুল ইসলাম সন্ত্রাসী আনোয়ারুজ্জামানের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করেন।

এ কারণে স্থানীয় চকবাজারে সাংবাদিক খাদেমুলের পৈত্রিক জমি জোড়পূর্বক দখল করার চেষ্টা করেন আনোয়ারুজ্জামান ও তার বাহিনীর লোকজন। পরবর্তীতে এসব নিয়ে খাদেমুলের পিতা আকবর হোসেন মাস্টার আদালতে পৃথক দু'টি মামলা দায়ের করা হয়। একটি মামলায় সন্ত্রাসী আনোয়ারুজ্জামানসহ তার বাহিনীর ৮ সদস্যকে ৬ মাসের কারাদণ্ড দেয় আদালত। অন্য আরেকটি মামলা চলমান। 

সম্প্রতি, সাংবাদিক খাদেমুল ইসলাম রবিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় বাড়ি থেকে বের হয়ে চকবাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। বাজার সংলগ্ন স্থানে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী ও ভূমিদস্যু আনোয়ারুজ্জামান ও তার বাহিনীর সদস্য হাবিবুর রহমান, রায়হান উদ্দিন, রাসেল মিয়া, রাকিবসহ ৭-৮জন সন্ত্রাসী দেশিয় অস্ত্র দিয়ে খাদেমুলের ওপর অতর্কিত হামলা চালায়। নির্মম নির্যাতনে সাংবাদিক খাদেমুল অচেতন অবস্থায় মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে বাজারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নরসিংদীর একটি বেসরকারি  হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 

মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সাংবাদিক খাদেমুল ইসলামকে নির্যাতনের ঘটনায় তার পিতা আকবর হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। 
 

Bootstrap Image Preview