Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের ঢাবির হল ছাড়ার নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৯:০১ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়  ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের অবিলম্বে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়টির (ঢাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এ নির্দেশনার নোটিশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে হলগুলো বহিরাগতমুক্ত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

রবিবার (২০ জানুয়ারি) হলগুলোতে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে। হল না ছাড়লে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, ‘আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে হল বহিরাগতমুক্ত করার জন্য প্রভোস্ট কমিটির স্ট্যান্ডিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, মাস্টার্স শ্রেণির যে ছাত্রের পরীক্ষা শেষ হয়েছে তাদের অনতিবিলম্বে হল অফিসে সিট বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

এছাড়া অছাত্র ও বহিরাগত ব্যক্তি কারও কক্ষে অবস্থান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে বহিরাগতমুক্ত করতে হলগুলোতে এই নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সকল শিক্ষার্থীর কাছ থেকে সহযোগিতা আশা করছি।’

Bootstrap Image Preview