Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবিতে জেষ্ঠ্য শিক্ষার্থীকে জুনিয়র শিক্ষার্থীদের মারধর

জাবি প্রতিনিধি:
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৮:১৭ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৮:৩৩ PM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে রুমে অবস্থানকারীদের তালিকা করতে গিয়ে এক জেষ্ঠ্য শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের জুনিয়র কর্মীরা।

রবিবার (২০ জানুয়ারি) দুপুর তিনটার দিকে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের (৪৪তম আবর্তন) শিক্ষার্থী মো. লতিফুর রহমানকে মারধর করার ঘটনা ঘটে। মারধরে অভিযুক্তরা মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের (৪৬তম আবর্তন) শিক্ষার্থী। এ দিকে লতিফও একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর তিনটার দিকে হলেররুমে অবস্থানকারীদের তালিকা করতে আসে ছাত্রলীগের জুনিয়র কর্মী রনি। সে লতিফুর রহমানের রুমের (৩৪৯/এ) দরজায় জোরে জোরে ধাক্কা দেয়। লতিফ তার পরিচয় জানতে চাইলে পরিচয় দিতে অস্বীকৃতি জানায় এবং বাকবিতণ্ডা করে এক পর্যায়ে চলে যায়।

কিছুক্ষণ পরে ছাত্রলীগকর্মী সাগর ও রনিসহ ৬ জন গিয়ে লতিফের রুমে হামলা করে। তারা লতিফকে কিল, ঘুষি, লাথি মারতে থাকে। মারধেরের শব্দে পার্শ্ববর্তী রুম থেকে শিক্ষার্থীরা গিয়ে লতিফকে উদ্ধার করে।

এ ঘটনায় বিচার দাবি করে লতিফ জানায়, দুপুর বেলা রুম লিস্টের নাম করে আমাকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। আমি যথাযথ বিচার দাবি করছি।

অভিযুক্ত সাগর মারধরের ঘটনা অস্বীকার করে বলেন, আমাদের সাথে তার(লতিফ) বাকবিতণ্ডা হয়েছে। কোন মারধরের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শফি মো. তারেক জানান, ‘হলেরুম লিস্ট করা ছাত্রলীগের দায়িত্ব নয়। রুম লিস্ট করতে গিয়ে কাউকে মারধরের ঘটনা দুঃখজনক। এ বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করব।’

শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘ছাত্রলীগের কোনো কর্মী এ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। আর সিনিয়রদের সাথে অশোভন আচরণের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রশাসনকে সহযোগীতা করব।’

Bootstrap Image Preview