Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে রাকসু নির্বাচনের জন্য কমিটি গঠন

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৭:২৮ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৭:২৮ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আলোচনায় বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। 

রবিবার (২০ জানুয়ারি) সকালে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে সভাপতি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, রাকসু নির্বাচনে প্রাথমিক আলোচনার জন্য আজ একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যদের নিয়ে নিবন্ধিত সংগঠনগুলোর তালিকা করে তাদের আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। এই সপ্তাহের মধ্যে আলোচনা শুরু হতে পারে বলে জানান তিনি। 

এ সময় তিনি নতুন কমিটির অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন। তাঁরা হচ্ছেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, রাকসু'র কোষাধ্যক্ষ অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ ও সহকারী প্রক্টর আবু সাঈদ মো. নাজমুল হায়দার। 

জানা যায়, নতুন কমিটি প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে এই সপ্তাহের মধ্যেই বৈঠক শুরু করবেন। প্রয়োজনে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একাধিকবার বৈঠক করতে হতে পারে বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, প্রাথমিক বৈঠক শেষ হলে আলোচনার বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে। পরে উপাচার্য ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে হবে। 

তিনি আরও বলেন, প্রাথমিক আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু স্বাধীনতাবিরোধী কোনো সংগঠনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে না।


 

Bootstrap Image Preview