Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে দুর্বৃত্তদের হাতে আ.লীগ নেতা খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৬:৫০ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৬:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দুর্বৃত্তদের ছুরির আঘাতে নাটোরের লালপুর উপজেলায় জামিরুল ইসলাম (৪৩) নামে পৌর আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জামিরুল উপজেলার গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের একজন সদস্য। এ ছাড়া একই ওয়ার্ডের বিরোপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের বাবা কামরুজ্জামান জানান, বেলা ১টার দিকে জামিরুল তাকে বাজারের ব্যাগ দিয়ে জোহরের নামাজের জন্য মসজিদে যাচ্ছেন বলে চলে যান। এর কিছুক্ষণের মধ্যে খবর পান জামিরুলকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হাসপাতালে ছুটে গিয়ে দেখেন তার ছেলে মারা গেছে।

নিহতের বড় ভাই মো. শহিদুল ইসলাম জানান, তাদের চার ভাইয়ের মধ্যে জামিরুল সবার ছোট। হত্যার ঘটনায় পরিবারের সঙ্গে আলোচনা করে লালপুর থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক বলেন, ‘নিহত জামিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, বুক ও পিঠসহ সারা শরীরে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ অবস্থায় হাসপাতালে আনা হলে দুপুর ১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘লাশ হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ঘটনার পর নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ হারুন অর রশিদ এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেছেন

Bootstrap Image Preview