Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লেকহেড স্কুলে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হতো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৫:৪৯ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৫:৪৯ PM

bdmorning Image Preview


রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মসজিদের সামনে থেকে রিজওয়ান হারুন নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রবিবার (২০ জানুয়ারি) ভোর ৬টায় তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে লেকহেড গ্রামার স্কুলে জঙ্গি প্রশিক্ষণ দেয়ার বিষয়টি স্বীকার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিবি দক্ষিণ বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রিজওয়ান জেএম’র প্রত্যক্ষ মদদদাতা। রিজওয়ানের বিরুদ্ধে ২০১৮ সালের ৩০ জানুয়ারি গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। ২০০৫ সালে জামাতুল মুসলিমিনের কার্যকলাপ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসলে সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করে সরকার।

ডিএমপি জানিয়েছে, রিজওয়ানসহ জেএম নামক সংগঠনের অন্যান্য সহযোগিরা ঢাকা শহরের বিভিন্ন বাসা, মসজিদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাশে হারুন ইঞ্জিনিয়ারিং নামে নিজস্ব অফিস দাওয়াতের কাজ পরিচালনার জন্য ব্যবহার করত। পরবর্তী সময়ে তিনি এখানে কোমলমতি শিক্ষার্থীদের ইসলামী জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপ সম্পর্কে উদ্বুদ্ধ করতে থাকে। এই স্কুলটি আসামি রিজওয়ান জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার করত।

বিজ্ঞপ্তিতে ডিএমপি আরও জানিয়েছে, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অবগত হলে রিজওয়ান হারুন কৌশলে ২০১৭ সালে অপর আসামি খালেদ হাসান মতিনের কাছে লেকহেড গ্রামার স্কুলটির স্বত্ব বিক্রি করে আত্মগোপনে চলে যায়।

Bootstrap Image Preview