Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৫:২৬ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৫:২৬ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, পিএসএস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী নিউজিল্যান্ড খ্যাত টিলায় নিয়ে যায়। পরবর্তীতে তাদের সাথে পরিচিত হওয়ার নামে র‌্যাগ দিয়েছে বলে ১ম বর্ষের কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেছে।

এ নিয়ে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পিএসএস বিভাগের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন।

এ বিষয়ে পরবর্তীতে তিনি সাংবাদিকদের জানান, ‘র‌্যাগিং এর বিষয়ে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হবে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিং এর বিষয়ে সচেতন রয়েছে। যেকোন ধরনের র‌্যাগিং এর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্সে রয়েছে।’

Bootstrap Image Preview