Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ,পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৪:৪২ PM

bdmorning Image Preview


দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে এক নারীকে ধর্ষণ এবং পরে ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে আবারও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায়  পুলিশ সদস্য তরুণ কান্তি বিশ্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার পরোয়ানা জারির এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ রহমত উল্লাহ জানান, ২০১৭ সালের ১৮ অক্টোবর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। এরপর বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

পরে গত বছরের ২০ নভেম্বর পিবিআইয়ের পরিদর্শক শামীম আহমেদ তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তিনি বলেন, আজ মামলার ধার্য তারিখ ছিল। বিচারক মামলার প্রতিবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ঘটনার সময় তরুণ কান্তি রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের মে মাসে পুলিশ সদস্য তরুণ কান্তি বিশ্বাস ওই নারীর ভাড়া করা বাসায় সাবলেট হিসেবে ভাড়া নেন। পরে আসামি তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেন। এক পর্যায়ে তার স্বামী ঘরে না থাকার সুযোগে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়ান সেই পুলিশ সদস্য।

এতে অচেতন হয়ে পড়ায় আসামি নারীর ভিডিও করেন। এরপর ওই নারীকে ভিডিওটি দেখিয়ে অবৈধভাবে শারীরিকভাবে মেলামেশা করতে বাধ্য করেন।

Bootstrap Image Preview