Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গৃহবধূকে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে দেয়ার অভিযোগ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০২:৫৩ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নাসিমা আক্তার (২৭) নামে দুই সন্তানের জননীকে মারপিট করে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে গাছের সাথে ঝুলি রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর গৃহবধূর স্বামীর পরিবারের লোকজন সকলেই পলাতক রয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় বালিয়াডাঙ্গী থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করেছে বলে জানান বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক খায়রুজ্জামান। নাসিমা আক্তার উপজেলা বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আক্তারুল ইসলামের স্ত্রী ও আমজানখোর ইউনিয়নের নাসির উদ্দীনের কন্যা।

পরিদর্শক খায়রুজ্জামান মেয়ের বাবা ও তার পরিবারের লোকজনের বরাত দিয়ে বলেন, গৃহবধূকে মারপিট করে হত্যার পর আত্মহত্যা বলে দেখানোর জন্য গলায় ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে। এর আগেও যৌতুকের জন্য তাকে মারপিট করতো বলে জানায় এই পুলিশ কর্মকর্তা।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Bootstrap Image Preview