Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভূমধ্যসাগরে জাহাজডুবি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০২:৪৬ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০২:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভূমধ্যসাগরে পৃথক দুটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৭০ জন অভিবাসী নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ কথা জানিয়েছে।

ইতালির নৌ-বাহিনীর এক প্রতিবেদনে লিবিয়া উপকূলে একটি জাহাজ ডুবে যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এই জাহাজে ১১৭ জন যাত্রী ছিল।

এদিকে, মরক্কো ও স্পানিশ কর্তৃপক্ষ ভূমধ্যসাগরের পশ্চিম উপকূলে হারিয়ে যাওয়া একটি নৌকার খোঁজ করছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টার সময় ২ সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।

Bootstrap Image Preview